মাদকের টাকার বিরোধে তালতলীতে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু
অনলাইন ডেস্ক:
বরগুনার তালতলী উপজেলায় মাদকের টাকার জন্য বাবাকে মারধরের ঘটনায় শেষ পর্যন্ত বাবার ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সফিক হাওলাদার (২৮) নামের এক যুবক। সোমবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইদুপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সফিক হাওলাদার ওই গ্রামের হারুন হাওলাদারের (৫০) একমাত্র ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে তিনবার রিহ্যাবিলিটেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হলেও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। মাদক সংক্রান্ত মামলায় একবার কারাভোগও করেন তিনি। চলতি বছরের ৭ অক্টোবর কারাগারে পাঠানো হয় এবং ১০ ডিসেম্বর মুক্ত হয়ে বাড়ি ফেরেন।
বাড়ি ফেরার পর থেকেই সফিক মাদকের টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। সোমবার দুপুরে আবারও টাকা চাইলে বাবা হারুন হাওলাদার দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সফিক বাবাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে হারুন হাওলাদার রান্নাঘরে থাকা একটি ছুরি দিয়ে ছেলের পিঠে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় সফিক ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর হারুন হাওলাদার পালিয়ে যান।
নিহতের মা রাসেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সফিক তাদের একমাত্র সন্তান ছিল এবং দীর্ঘদিনের মাদকাসক্তি পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। তিনবার রিহ্যাবে নেওয়া হলেও কোনো পরিবর্তন আসেনি। জেল থেকে বের হয়ে এসে আবারও নেশার টাকার জন্য নির্যাতন শুরু করেছিল বলে তিনি জানান।
তালতলী থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকাসক্ত ছেলের মারধরের জের ধরেই বাবা ছুরি দিয়ে আঘাত করেন। অভিযুক্ত বাবা পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
