দেড় লক্ষ কোটি টাকায় বার্সেলোনাকে কিনতে চান সৌদি যুবরাজ
অনলাইন ডেস্ক:
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনাকে কেনার আগ্রহ দেখাচ্ছেন এমন খবর ইউরোপীয় ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্প্যানিশ টিভি শো এল চিরিঙ্গিতো-র সাংবাদিক ফ্রাঁসোয়া গালার্দোর দাবি, বার্সেলোনা কিনতে তিনি প্রায় ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লক্ষ কোটি টাকা।
এই আগ্রহ সৌদি আরবের সাম্প্রতিক ক্রীড়া বিনিয়োগ কৌশলের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। ফুটবলসহ বিভিন্ন খেলায় প্রভাব বিস্তারে সৌদি আরব ইতোমধ্যে বড় অঙ্কের বিনিয়োগ করছে, যার মূল চালিকাশক্তি দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। সেই ধারাবাহিকতায় ইউরোপের ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনার দিকে নজর পড়া অস্বাভাবিক নয়।
বার্সেলোনার আর্থিক বাস্তবতাও এই গুঞ্জনকে উসকে দিয়েছে। বর্তমানে ক্লাবটির ঋণের পরিমাণ ২.৫ বিলিয়ন ইউরোর বেশি। এই ঋণের বোঝা সামাল দেওয়া বার্সেলোনার জন্য কঠিন হয়ে উঠেছে। গালার্দোর মতে, এই সুযোগ কাজে লাগিয়েই বিশাল অঙ্কের প্রস্তাব আসতে পারে, যাতে পুরো ক্লাবের নিয়ন্ত্রণ নেওয়ার পথ তৈরি হয়।
তবে বাস্তবতায় এই চুক্তি কার্যকর হওয়া প্রায় অসম্ভব। বার্সেলোনা কোনো ব্যক্তি বা করপোরেট প্রতিষ্ঠানের মালিকানাধীন নয়; এটি ‘সোশিও’ নামে পরিচিত সদস্যদের দ্বারা পরিচালিত একটি ক্লাব। ক্লাবের মালিকানা বদলাতে হলে এই সদস্যদের সম্মতি প্রয়োজন, যা বিদেশি মালিকানার ক্ষেত্রে প্রায় অচিন্তনীয়। গালার্দো নিজেও স্বীকার করেছেন, ক্লাবের এই কাঠামোই সৌদি প্রস্তাবের সবচেয়ে বড় বাধা।
বিশ্লেষকদের মতে, সৌদি আরব চাইলে বার্সেলোনার বিনোদন বা বাণিজ্যিক বিভাগে বিনিয়োগ করতে পারে। কিন্তু তাতে ফুটবল কার্যক্রম বা ক্লাবের সামগ্রিক নিয়ন্ত্রণ পাওয়া সম্ভব নয়। মালিকানা কাঠামো অপরিবর্তিতই থাকবে।
একই ধরনের ভাবনা নাকি রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও আলোচনায় আছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নাকি বিনোদন বিভাগ আলাদা করে সেখানে বিনিয়োগ নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছেন।
সব মিলিয়ে বলা যায়, সৌদি যুবরাজের আগ্রহ বার্সেলোনাকে ঘিরে বড় খবর হলেও পুরো ক্লাব কেনা বাস্তবে খুবই কঠিন। ঐতিহ্য, সদস্যভিত্তিক মালিকানা আর সাংগঠনিক কাঠামো সব মিলিয়ে বার্সেলোনার দরজা এখনো বিদেশি মালিকানার জন্য প্রায় বন্ধই রয়ে গেছে।
