খুরুশকুলে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন। গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে চেয়ারম্যান নাছির উদ্দিনের সাথে ছিলেন ইউপি সদস্য সুফিয়া নুর, পারভিন হক, অর্চনা প্রভা, জানে আলম, স্বপন দে, ইসমাইল সোহেল, এহছান উল্লাহ, রণজিত দে, গিয়াস উদ্দিন, আবু বক্কর ছিদ্দিক বাবুলসহ সকল গ্রাম পুলিশবৃন্দ।
এ সময় তিনি পূজায় আগত ভক্ত ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ চেয়ারম্যান নাছির উদ্দিন ও ইউপি সদস্যদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।