জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

কক্সবাজারে মহেশখালীর যুবক ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর জখম


সংবাদ দাতা:

কক্সবাজারে দুর্গাপূজা দেখতে গিয়ে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। গতকাল (মঙ্গলবার) রাত প্রায় ৮টার দিকে কক্সবাজার সার্কিট হাউস সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার যুবকের নাম নিশান দে (২২), তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা পিতা হিরন দে এর পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিশান দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বের হলে পথিমধ্যে সার্কিট হাউস এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে মোবাইল ফোন, নগদ দশ হাজার টাকা এবং অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। এরপরও সন্তুষ্ট না হয়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরে অন্তত ১২-১৩টি ছুরির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। 

গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলেও ডাক্তার উপস্থিত না থাকায় রাতভর সেলাই দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

তারা বলেন, শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলেও সময়মতো সেলাই না করায় তার শারীরিক অবস্থা আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। ডাক্তার না থাকলে হাসপাতালে রোগী আসবে কোথায়? আমরা আহত ছেলেটাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসার পর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এটা কোন ধরনের স্বাস্থ্যসেবা?

ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূজা দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতার শঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে স্থানীয়রা বলেন, সার্কিট হাউস সড়ক ও আশপাশের এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য অনেকদিন ধরেই চলছে। প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি।

তার স্বজনেরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি — কক্সবাজারে পূজার সময় আগত ভক্ত ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

Powered by Blogger.