কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১
সংবাদ ডেস্ক:
কক্সবাজারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১০টা ১০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার আওতাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এন্ডারসন রোড কস্তুরাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফের হাজমপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে রমজান আলী (২৯) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।