বিজয়া দশমীতে সিঁদুর খেলায় রঙিন টলিউড অভিনেত্রীরা
বিনোদন সংবাদ:
কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে আজ বিজয়া দশমীতে দুর্গাপূজার অন্তিম আয়োজনকে ঘিরে মণ্ডপগুলোতে চলে সিঁদুর খেলা। লাল-সাদা শাড়ি ও গহনায় সজ্জিত নারীরা দেবী দুর্গার প্রতি প্রণাম জানিয়ে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন।
কলকাতার আরবানা মণ্ডপে সকালে উপস্থিত ছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তিনি লাল টুকটুকে শাড়ি ও সোনার গহনায় সজ্জিত হয়ে সিঁদুর খেলায় অংশ নেন। প্রণামের পর শুভশ্রী বলেন, “এটাকে শেষ বলা যাবে না। আগামী বছর মা আবার আসবেন, তাই এটি এক বছরের অপেক্ষার শুরু। মা দুর্গা সবসময় আমাদের সাথেই থাকেন।” তাঁর সঙ্গে ছিলেন স্বামী রাজ চক্রবর্তী, অভিনেতা অরিন্দম শীল ও তাঁর স্ত্রী শুক্লা শীল।
শহরের বিভিন্ন মণ্ডপেও দেখা গেছে টলিউড তারকাদের। বালিগঞ্জ ২১ পল্লীতে ছিলেন পল্লবী চট্টোপাধ্যায়, সমাজসেবী সংঘে স্বস্তিকা চট্টোপাধ্যায়, মুদিয়ালি ক্লাবে অপরাজিতা আঢ্য, দুর্গাপুর মার্কনীতে পাওলি দাম, হাজরা পার্কে অভিনেত্রী ও সাংসদ সায়নী ঘোষ, আর ভবানীপুর মল্লিক বাড়িতে সিঁদুর খেলায় মেতে উঠলেন কোয়েল মল্লিক।
শুধু কলকাতা নয়, মুম্বাইয়েও জমকালো আয়োজন হয়। নর্থ বম্বে সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্যান্ডেলে অংশ নেন কাজল, রানী মুখোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানে কাজল ও ঋতুপর্ণা একে অপরকে সিঁদুরে রাঙান। কাজলের পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি, আর ঋতুপর্ণা পরেছিলেন লাল পাড় হলুদ শাড়ি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলের মেয়ে নিশা, বোন তানিশা মুখার্জি, সুমনা চক্রবর্তী, খুশি দুবে ও অনু আগরওয়ালও।
সিঁদুর খেলায় ভক্ত, সাধারণ মানুষ ও তারকারা মেতে ওঠেন একসঙ্গে। বিদায়ের সুর বেজে উঠলেও সকলের বিশ্বাস—আগামী বছর আবার ফিরে আসবেন মা দুর্গা।