জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

চৌফলদন্ডীতে পারিবারিক দ্বন্ধে যুবক খুন


সংবাদ ডেস্ক:

কক্সবাজারের চৌফলদণ্ডী ইউনিয়নে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবক খুন হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সাইফুল ইসলাম (২৮)

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় তর্কবিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় সাইফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Powered by Blogger.