কক্সবাজারের রামুর রশিদনগরে সড়ক দুর্ঘটনায় আহত ৩
রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুর রশিদনগরে স্বপ্নতরী পার্কের সামনে মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী আহত হয়েছেন। রোববার (তারিখ) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কক্সবাজারগামী দ্রুতগতির মারছা বাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, মারছা পরিবহনের বেপরোয়া গতির কারণে রশিদনগর ও রামুর সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তবে প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে দুর্ঘটনার সংখ্যা কমছে না।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত নিরাপদ চলাচল ও পথনিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন।