জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

এক ইলিশের দাম ১৩,৭৫০ টাকা


সংবাদ ডেস্ক:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ। শনিবার (১৬ আগস্ট) ভোরে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকায় মাছটি ১৩ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।

মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। এর আগে শুক্রবার রাতে জেলে সিদ্দিক হালদারের জালে ধরা পড়ে এই ইলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে সঙ্গীদের নিয়ে পদ্মা-যমুনার মোহনায় মাছ ধরতে যান সিদ্দিক। ভোরের দিকে জাল তুলতেই ধরা পড়ে বড়সড় ইলিশটি। পরে সেটি বিক্রির জন্য দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় আনা হয়।

ব্যবসায়ী সম্রাট শাহজাহান বলেন,
“আমি আড়াই কেজি ওজনের ইলিশটি জেলে সিদ্দিকের কাছ থেকে ৫ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনেছি। পরে কেজিতে সামান্য লাভ রেখে ফোনের মাধ্যমে এক অস্ট্রেলিয়া প্রবাসীর কাছে মাছটি বিক্রি করে দিয়েছি।”

স্থানীয়রা জানান, সম্প্রতি পদ্মা-যমুনার মোহনায় বড় আকারের ইলিশ ধরা পড়ায় জেলেদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে।

Powered by Blogger.