মহিউদ্দিন রনি ও আরও ৪১ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সংবাদ ডেস্ক:
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনে হামলার অভিযোগে ছাত্র নেতা ও স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি, দুই কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার গভীর রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়েল চন্দ্র শীল বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের গেটের সামনে চিকিৎসক, নার্স ও কর্মচারীরা কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন করছিলেন। এসময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, মহিউদ্দিন রনি লোহার রড দিয়ে পরিচ্ছন্নকর্মী রফিকুল পাটোয়ারীর মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এছাড়া অন্যরা চাপাতি, লোহার রড, এসএস পাইপ ও লাঠি দিয়ে একাধিক কর্মচারীকে পিটিয়ে আহত করে, যার মধ্যে কয়েকজনের হাত ভেঙে যায়।
এ ঘটনায় অন্তত ১১ জন কর্মচারী আহত হন, যার মধ্যে অফিস সহায়ক, আয়া, লিফট অপারেটর ও পরিচ্ছন্নকর্মীরা রয়েছেন। অভিযোগে নারী নার্স ও আয়াদের শ্লীলতাহানির কথাও উল্লেখ করা হয়েছে। পরে পথচারী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি জানান, অভিযোগটি যাচাই করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
অপরদিকে, ঘটনার দিন বিকেলে সংবাদ সম্মেলন করে মহিউদ্দিন রনি পাল্টা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ অনশন কর্মসূচিতে হাসপাতালের কর্মচারীরা হামলা চালিয়েছে এবং এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উসকানির অভিযোগ তুলে স্বাস্থ্য খাত সংস্কারের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।