কক্সবাজার-যশোরসহ চার জেলায় নতুন এসপি


কক্সবাজার, যশোর, সুনামগঞ্জ ও নীলফামারী জেলায় পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির তথ্য জানা যায়।

একই প্রজ্ঞাপনের ৩ অতিরিক্ত আইজিপিসহ মোট ১৮ কর্মকর্তাকে বদলি করা হয়।

যারা হলেন চার জেলার নতুন এসপি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার মো. সাইফউদ্দিন শাহিন কক্সবাজারের পুলিশ সুপার, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ সুনামগঞ্জের পুলিশ সুপার, ডিএমপি উত্তরা বিভাগের উপ- কমিশনার রওনক জাহান যশোর জেলার পুলিশ সুপার ও ডিএমপির উপ কমিশনার আবুল ফজল মোহম্মদ তারিক হোসেন খান হয়েছেন নীলফামারী জেলার পুলিশ সুপার।

Powered by Blogger.