কম্বাইন্ড হিউম্যান রাইটস ওর্য়াল্ড কর্তৃক কক্সবাজারে ৫শ রোজাদার পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
রিটন বড়ুয়া।। কম্বাইন্ড হিউম্যান রাইটস ওর্য়াল্ড কক্সবাজার জেলা ও শহর শাখার উদ্যোগে রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার বিকেলে শহরের পাহাড়তলী পাহাড়িকা মডেল একাডেমিতে প্রায় পাঁচশতাধিক রোজাদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইট্স ওয়াল্ড কক্সবাজারের জেলা সভাপতিঃ আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ, সম্পাদকঃ আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদকঃ রিটন বড়ুয়া, বিপ্লব ভৌমিক ও নির্বাহী সদস্যঃ কাজল বড়ুয়া, শহর শাখার সাধারণ সম্পাদকঃ মোহাম্মদ হোসাইন ও সাংগঠনিক সম্পাদকঃ মিনহাজুল ওয়াহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় তারা বলেন, সামর্থ্য অনুযায়ী আগামীতেও সহযোগীতার এ ধারা অব্যাহত থাকবে।