ক্যালিফোর্নিয়া উপকূলে উদ্ধার হওয়া এই মাছ নিয়ে কেন এত জল্পনা?
সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে ডুমসডে ফিশ বা ‘কেয়ামতের মাছ’ হিসেবে পরিচিত অরফিশ। এই মাছ দেখলে খারাপ সময় আসে এমন ধারণা রয়েছে মার্কিন জীবনধারায়। এই ধরনের প্রাণী সমুদ্রে দেখা যায় খুব কমই। অনেকে মনে করেন, কোনও বিপর্যয় ঘটার আগে এই মাছের দেখা পাওয়া যায়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এনকিনিটাস উপকূলীয় অঞ্চলে এই অরফিশ মাছের দেখা মিলেছে।