কক্সবাজারে নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন এ.এন.এম সাজেদুর রহমান
কক্সবাজার জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এ.এন.এম সাজেদুর রহমান। আজ ৩০ নভেম্বর রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে কক্সবাজার জেলা পুলিশের নেতৃত্ব গ্রহণ করেন।
বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সাজেদুর রহমান ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে এসবি ঢাকা এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপার জানান, তিনি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে বদ্ধপরিকর। কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন নগরী হওয়ায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকে তিনি চ্যালেঞ্জ ও দায়িত্ব উভয় হিসেবেই দেখছেন।
তিনি বলেন, পর্যটননগরী কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। অপরাধ দমনে কোনো ধরনের আপস করা হবে না।
জেলার নিরাপত্তা, পর্যটনশিল্পের সহায়তা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করাকে তিনি নিজের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। কক্সবাজারে সাজেদুর রহমানের যোগদানকে স্বাগত জানিয়েছে জেলা পুলিশের সদস্যরা।
