জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

রামুতে বাসে অভিযান, ৯০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


সংবাদ ডেস্ক:

কক্সবাজারের রামুতে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতের এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট, অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

তিনি জানান, ২৮ নভেম্বর রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল রামুর রাবারবাগান এলাকায় “ইউরো কোচ” নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এ সময় বাসের হেল্পার আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আবু বক্কর সিদ্দিক স্বীকার করেন যে তার হেফাজতে মাদকদ্রব্য রয়েছে। তার দেওয়া তথ্য অনুসারে বাসের লাগেজ বক্স তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক (২৭) পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কিসমত রামপুর এলাকার মৃত মোঃ মোদাচ্ছের হাওলাদারের পুত্র। জেলা পুলিশ জানিয়েছেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Powered by Blogger.