UN Women’s WIN-DRR Rising Star Award ২০২৫ জিতলেন কক্সবাজারের হাকিমুন নেছা
হৃদয় দে:
বাংলাদেশের কক্সবাজার থেকে উঠে আসা প্রথম নারী হিসেবে জাতিসংঘের UN Women’s International Network for Disaster Risk Reduction (WIN-DRR) Rising Star Award ২০২৫ অর্জন করেছেন হাকিমুন নেছা। ব্যাংককের ইউনাইটেড নেশনস কনভেনশন সেন্টার (UNCC)–এ আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে এই পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে কোনো নারী মনোনীতও হননি। এই প্রথম হাকিমুন নেছা নিজের যোগ্যতায় তালিকায় জায়গা করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করেছেন। অনুষ্ঠানে তাকে অভিনন্দন জানায় বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে হাকিমুন নেছা বাংলাদেশের নারীর পরিচয় বহনকারী ঐতিহ্যবাহী শাড়ি পরে অংশ নেন। দুর্যোগ ঝুঁকি হ্রাস, লিঙ্গসমতা নিশ্চিতকরণ এবং কমিউনিটির সক্ষমতা বৃদ্ধিতে তার দীর্ঘদিনের ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার প্রতিষ্ঠিত নারী সেবা ও যুব উন্নয়ন সংস্থা (ওয়েইডো)–র মাধ্যমে তিনি দুর্যোগ-পরবর্তী অবকাঠামো পুনর্নির্মাণ, নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির মতো ক্ষেত্রগুলোতে কাজ করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত এসব কার্যক্রম কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে নারী অধিকার উন্নয়ন ও দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
পুরস্কার গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় হাকিমুন নেছা বলেন, এই অর্জন শুধু তার নয়, বাংলাদেশের বিশেষ করে কক্সবাজারবাসীর জন্য এক ঐতিহাসিক সম্মান। এটি প্রমাণ করে যে এই অঞ্চলে প্রতিভা ও দক্ষতার কোনো ঘাটতি নেই। তিনি আরও বলেন, UNDRR, ESCAP এবং আন্তর্জাতিক জুরির এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গঠনে কাজ করার অনুপ্রেরণা দিয়েছে।
হাকিমুন নেছা পরিবার, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার মতে, তাদের উৎসাহ ও সমর্থনই তাকে আন্তর্জাতিক অঙ্গনে একজন নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং বলছেন, এই অর্জন বাংলাদেশের জন্য এক গৌরবের মুহূর্ত।
