কক্সবাজারে চার ছিনতাইকারী আটক করেছে সদর থানা পুলিশ
সংবাদ ডেস্ক:
কক্সবাজারে চার ছিনতাইকারীকে আটক করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, এসব ছিনতাইকারী বেশ কিছুদিন ধরে শহরের ব্যস্ততম সড়ক ও পর্যটনকেন্দ্রগুলোর আশপাশে পথচারী ও পর্যটকদের লক্ষ্য করে ছিনতাই করছিল।
সদর থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয়, যারা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন, নগদ টাকা এবং কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ওসি আরও বলেন, আটক ব্যক্তিরা শহরের বিভিন্ন এলাকায় রাতের বেলায় পথচারী ও মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে ছিনতাই করত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডের আবেদন করা হবে।
পুলিশ জানায়, পর্যটন এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযান চলবে এবং অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।
.png)