জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

প্রেম–বিয়ে নিয়ে খোলামেলা ইধিকা পাল: ‘এখন শুধু কাজ নিয়েই ভাবছি’


বিনোদন সংবাদ:

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং এপার–ওপার বাংলায় দর্শকপ্রিয় ইধিকা পাল আবারও আলোচনায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে নানা জল্পনার মধ্যে এবার নিজেই মুখ খুললেন ‘প্রিয়তমা’-খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, কারও হৃদয় ভাঙা তিনি একদম পছন্দ করেন না। তার ভাষায়, “সবাই বলে হৃদয় ভেঙে গেলে অনেক কিছু শেখা যায়। কিন্তু আমি এটা চাই না, বরং ঘৃণা করি।

কলেজজীবনে নিজের হৃদয় ভাঙার অভিজ্ঞতার কথাও জানান তিনি। ইধিকার ভাষ্য, সব সময় সঠিক মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়। আবার সঠিক মানুষটাকে সব সময় বেছে নেওয়া যায় না। উল্টো দিকের মানুষটা খারাপ এটা ঠিক নয়, সে হয়তো তার জায়গায় ঠিক, আমিও আমার জায়গায় ঠিক। কিন্তু দুজন একসঙ্গে ঠিক না। দুজন ভালো মানুষও একসঙ্গে নাই থাকতে পারেন।

সেই কঠিন সময় কীভাবে কাটিয়েছেন? এ প্রশ্নে ইধিকা বলেন, তখনকার পরিস্থিতি তখনকার মতো সামলেছি। আমার কিছু খুব কাছের বন্ধু আছে, যারা সব সময় আমার পাশে থাকে। দুঃখ পেলে তাদের ডাকি। তারা যেন আমার হিউম্যান ডক্টর! তাদের সঙ্গে আইসক্রিম খেলেই ঠিক হয়ে যায় সব।

বিয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে বিয়ে করার কথা ভাবছি না। বিয়ে মানেই প্রচুর দায়িত্ব। আগামী ১০ বছরে অনেক কাজ করতে চাই। খুব ব্যস্ত একজন অভিনেত্রী হতে চাই, যার সারা বছর কাজ নিয়েই কাটবে। এখন আমার লক্ষ্য শুধু নিজের কাজে ফোকাস করা, ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় নেই।”

২০২৩ সালে শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ইধিকার। এরপর ‘বরবাদ’ ছবিতেও একসঙ্গে দেখা যায় এই জুটিকে। বর্তমানে টলিউডের বিভিন্ন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর।

Powered by Blogger.