সিরিজ বাঁচাতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ
খেলার সংবাদ:
সিরিজ হারের শঙ্কায় টিকে থাকতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে আয়ারল্যান্ড।
শনিবার ম্যাচের শুরু থেকেই রীতিমতো তাণ্ডব চালায় আইরিশ ব্যাটাররা। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে দলীয় সংগ্রহ ১ উইকেটে ৭৫।
এরপর বাংলাদেশ বোলাররা নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আয়ারল্যান্ড বড় সংগ্রহই পায়। দলের হয়ে ৩২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লরকান টাকার। ওপেনার টিম ট্যাক্টর ২৫ বলে চারটি চার ও দুটি ছক্কায় করেন ৩৮ রান। পল স্টার্লিং করেন ঝোড়ো ২৯ রান, মাত্র ১৪ বলে তিন চার ও দুটি ছক্কার সাহায্যে।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার শেখ মেহেদি হাসান। তিনি ৪ ওভারে ২৫ রানে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব।
১৭০ রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে সিরিজে টিকে থাকার লড়াই করছে টাইগাররা।
