মহেশখালীর শাপলাপুরে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠ জব্দ
বাবলু দে: কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকা থেকে বন বিভাগের অভিযানে অবৈধভাবে কাটা মূল্যবান গাছের বেশ কিছু টুকরা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১ আগষ্ট) সকালে শাপলাপুর বিট কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী বিট কর্মকর্তা অর্জন কুমার নাথসহ অন্যান্য বন কর্মীরা অংশ নেন।
অভিযানে ৬ টুকরা গর্জন, ৮ টুকরা আকাশমণি ও ২ টুকরা ইউক্যালিপ্টাস গাছসহ মোট ২৬ ফুট দৈর্ঘ্যের কাঠ জব্দ করা হয়। বন বিভাগের দাবি, এগুলো অবৈধভাবে কেটে ষাইটমারা এলাকায় গোপনে রাখা হয়েছিল।
বন বিভাগ জানায়, স্থানীয় জনগণের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। জব্দ করা গাছগুলো বর্তমানে শাপলাপুর বিট অফিসে সংরক্ষিত আছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, “বন সম্পদ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থানীয় জনগণের সহযোগিতা আমাদের কাজে সহায়ক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বন বিভাগ আরও জানায়, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তারা গাছ কাটা ও কাঠ পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।
উল্লেখ্য, মহেশখালীর বনাঞ্চল দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও বন উজাড়ের হুমকির মুখে রয়েছে। তবে সম্প্রতি বন বিভাগের কঠোর নজরদারি ও ধারাবাহিক অভিযানের ফলে এসব কার্যক্রম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
