জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

সংস্কারের নামে কারা নির্বাচন বিলম্বিত করতে চায় জাতি দেখুক -সালাহউদ্দিন আহমেদ


সংবাদ ডেস্ক: 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “সংস্কারের বিষয়ে বিএনপি একমত। তবে কারা এই সংস্কারের পক্ষে নয়, কারা নির্বাচন চায় না, কারা নির্বাচন বিলম্ব করে রাজনৈতিক সুবিধা নিতে চায়—তা জাতির সামনে স্পষ্ট হওয়া দরকার।”

শুক্রবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি হাটহাজারী মাদরাসায় হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।

সাক্ষাৎ শেষে সালাহউদ্দিন আহমেদ বলেন, “হেফাজতে ইসলাম বাংলাদেশ অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে শাপলা চত্বরে যে আন্দোলন হয়েছিল, তা তারা নেতৃত্ব দিয়েছিল। সে সময়ের জঘন্য হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসেও বিরল। সে আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রকৃত তালিকা আজও প্রণয়ন করা যায়নি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যাঁরা ত্যাগ স্বীকার করেছেন, দেশ ও গণতন্ত্র রক্ষার স্বার্থে তাঁদের সঙ্গে ঐক্য গড়ে তোলা প্রয়োজন।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, দলটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Powered by Blogger.