মেসির চোটে ইন্টার মায়ামির দুশ্চিন্তা: কত দিন মাঠের বাইরে থাকতে হবে
সংবাদ ডেস্ক: চেজ স্টেডিয়ামে লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের মাত্র ১১ মিনিটের মাথায় চোট পেয়ে মাঠ ছাড়েন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি। বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত এই ম্যাচে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচ চলাকালে দুই নেকাক্সা ডিফেন্ডারের ট্যাকলে পড়েন মেসি। এরপরই ডান পায়ের হ্যামস্ট্রিং ধরে বসেন তিনি। ইউএসএ টুডে ও ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, এটি মেসির পুরোনো হ্যামস্ট্রিং ইনজুরির পুনরাবৃত্তি হতে পারে। যদিও মায়ামি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, মেসিকে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
সম্ভাব্য ছিটকে পড়ার ম্যাচসমূহ:
| তারিখ | প্রতিপক্ষ | প্রতিযোগিতা |
|---|---|---|
| ৬ আগস্ট | পুমাস উনাম | লিগস কাপ |
| ১০ আগস্ট | অরল্যান্ডো সিটি | এমএলএস |
| ১৬ আগস্ট | এলএ গ্যালাক্সি | এমএলএস |
| ২৩ আগস্ট | ডিসি ইউনাইটেড | এমএলএস |
| ৩০ আগস্ট | শিকাগো ফায়ার | এমএলএস |
৩১ আগস্ট অনুষ্ঠিত হবে লিগস কাপের ফাইনাল। মায়ামি ফাইনালে উঠলেও মেসিকে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। এই সময়ের মধ্যে চোট কাটিয়ে তার মাঠে ফেরা নিয়ে জোরালো শঙ্কা থেকেই যাচ্ছে।
মেসির এই ইনজুরি ইন্টার মায়ামির টুর্নামেন্ট জয়ের সম্ভাবনায় বড় ধাক্কা দিয়েছে। দলে থাকা অন্যান্য খেলোয়াড়দের এখন অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। মায়ামির সমর্থকরাও অধীর অপেক্ষায় রয়েছেন—চোট কাটিয়ে আবার কখন ফিরবেন তাদের প্রিয় তারকা।
