আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি: তারেক রহমান
সংবাদ ডেস্ক:
আগামী দিনে দেশ পরিচালনার ক্ষেত্রে বিএনপির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির কাছে পরিবর্তন ও উন্নয়নের প্রত্যাশা করে এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সেই পরিবর্তন সম্ভব।
শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বহুল প্রত্যাশিত পরিবর্তন এসেছে। ওই দিন বিএনপির পক্ষ থেকে এমন উদ্যোগ নেয়া হয়েছে, যা দেশের মানুষকে “বুক ভরে শ্বাস নেয়ার” সুযোগ দিয়েছে। নিজের হৃদরোগের অভিজ্ঞতার সঙ্গে তুলনা করে তিনি বলেন, “যেভাবে হঠাৎ করে অক্সিজেন ফিরে পেলে শরীর প্রাণবন্ত হয়ে ওঠে, ঠিক সেভাবেই ৫ আগস্ট দেশের মানুষ স্বস্তি পেয়েছে।”
বিএনপির ভেতরে গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বললেও অনেক সময় নিজেদের মধ্যে তা প্রয়োগ করে না। তবে ড্যাবের এই কাউন্সিল প্রমাণ করবে, বিএনপির মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া সক্রিয় রয়েছে।
তারেক রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিদায় করে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এখন সেই ধারাবাহিকতায় গণতন্ত্রের ভিত আরও মজবুত করতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, দেশের মানুষ এখন একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। যদিও সবকিছু একদিনে বদলে যাবে না, তবে সঠিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সেই পরিবর্তনের পথে যাত্রা শুরু করা সম্ভব।
