চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের মরদেহ উদ্ধার
সংবাদ ডেস্ক: চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে দেশের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের ৩০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, হারুন অর রশিদ গত ১ আগস্ট চট্টগ্রাম ক্লাবে ওঠেন এবং ২ আগস্ট রাত ১১টা পর্যন্ত তাকে দেখা যায়। পরে অনেকক্ষণ কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হলে ক্লাবের কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে তার নিথর দেহ দেখতে পায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একজন কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল হারুন অর রশিদ ২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবেও আলোচনায় আসেন।
এ ঘটনায় ক্লাবের নিরাপত্তা এবং গেস্ট হাউজ ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
