কক্সবাজার রেলস্টেশনে প্রথমবারের মতো লাগেজ স্ক্যানার চালু
সংবাদ প্রতিবেদক: দেশে প্রথমবারের মতো কোনো রেলস্টেশনে লাগেজ স্ক্যানার মেশিন স্থাপন করা হলো কক্সবাজারের আইকনিক রেলস্টেশনে। সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ‘অ্যাস্ট্রোফিজিক্স’ ব্র্যান্ডের আধুনিক এই স্ক্যানার বসানো হয়। এতে করে মাদক, অবৈধ পণ্য ও ট্রেনভিত্তিক অপরাধ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী জানান, সম্প্রতি কক্সবাজার থেকে মাদক ও চোরাচালানের প্রবণতা বাড়ছে। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে এই স্ক্যানিং ব্যবস্থা চালু করা হয়েছে। এখন থেকে ট্রেনে ওঠার আগে যাত্রীদের ব্যাগ স্ক্যানারের মাধ্যমে যাচাই করা হবে।
তিনি আরও বলেন, “মেশিনটি এমনভাবে তৈরি যে এতে ওষুধ জাতীয় দ্রব্য, আগ্নেয়াস্ত্র, মাদক ও চোরাই পণ্য সহজেই শনাক্ত করা সম্ভব। শনাক্তকৃত ব্যাগগুলোই শুধু তল্লাশি করা হবে, যাতে অন্য যাত্রীরা ভোগান্তিতে না পড়েন।”
সোমবার স্ক্যানিং কার্যক্রমের প্রথম দিনেই দেখা গেছে, স্টেশনের মূল প্রবেশপথে যাত্রীরা ব্যাগ স্ক্যানিং করাচ্ছেন। রেলওয়ে কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছেন।
স্টেশন মাস্টার আরও জানান, যাত্রীদের হয়রানি এড়াতে এবং নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে যাত্রীদের অন্তত ৩০ মিনিট আগে স্টেশনে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
যাত্রী রোহান উদ্দিন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “নিরাপত্তার জন্য ভালো পদক্ষেপ, তবে যেন অহেতুক হয়রানি না হয়, সেটা নিশ্চিত করতে হবে।”
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার রেলস্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং কক্সবাজার-চট্টগ্রাম রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ নিয়মিত যাত্রী পরিবহন করছে।
