জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস আজ


বাবলু দে: 
আজ ২২ শ্রাবণ, বাংলা সাহিত্যের অমর প্রতিভা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরার অগ্রদূত এই কবি ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ (১৯৪১ সালের ৭ আগস্ট) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবিই ছিলেন না, তিনি ছিলেন উপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, সংগীতস্রষ্টা, শিল্পী ও দার্শনিক। তাঁর সাহিত্য, সংগীত, দর্শন ও সমাজভাবনা বাঙালি জীবনে অমোচনীয় প্রভাব রেখে গেছে। তাঁর লেখা 'আমার সোনার বাংলা' বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে আমাদের অহংকার।

১৯১৩ সালে ‘গীতাঞ্জলি’র ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ছিলেন প্রথম বাঙালি, যিনি এই মর্যাদা অর্জন করেন। মৃত্যুর আগের দিনগুলোতেও তিনি ছিলেন সৃষ্টিশীল। রানী চন্দের অনুলিখনে রচিত হয়েছিল তাঁর শেষ কবিতা— “তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি”

এ দিবস উপলক্ষে সারাদেশে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালা। ছায়ানটে সন্ধ্যা ৭টায় গীতি আলেখ্যসহ বিশেষ অনুষ্ঠান এবং আগামীকাল বাংলা একাডেমিতে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতারেও প্রচারিত হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ আয়োজন।

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম আজও বাঙালির চিন্তা, চেতনা ও সংস্কৃতির গভীরে আলো জ্বালিয়ে যাচ্ছে।

Powered by Blogger.