জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

চট্টগ্রাম উপকূলে ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ, ১১ জন উদ্ধার


সংবাদ ডেস্ক:

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে ৮ জন জেলে নিখোঁজ রয়েছেন। ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে, যখন গভীর সাগরে মাছ ধরার সময় অপর একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে মোট ১৯ জন জেলে ছিলেন।

নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে— আবুল বাশার, জামাল উদ্দিন, মো. ফারুক ও মো. ইদ্রিস।

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ওসি কাজী মো. সুলতান আহসান উদ্দীন শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জানান, “বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে ট্রলার ডুবির ঘটনায় ৮ জন এখনো নিখোঁজ রয়েছেন।”

এর আগে শুক্রবার দুপুর ১টায় কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব জানান, সকালে ট্রলারের মালিক কোস্টগার্ডকে বিষয়টি জানানোর পরপরই নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান শুরু হয়।

ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ জানান, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে নৌযানটি গভীর সাগরে যায়। দুপুরে আরেকটি নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। তখন অন্য একটি মাছ ধরার নৌকা ১১ জন জেলেকে সাগর থেকে উদ্ধার করে, তবে বাকি ৮ জনের সন্ধান এখনো মেলেনি।

কোস্টগার্ডের তল্লাশি অভিযান চলমান রয়েছে।

Powered by Blogger.