জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় শুক্রবার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


নিজস্ব প্রতিবেদক:

আগামী শুক্রবার (৮ আগস্ট) কক্সবাজার শহরের একাধিক এলাকায় ছয় ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), কক্সবাজারের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে শহরের নিম্নোক্ত এলাকা ও সংলগ্ন অঞ্চলসমূহ:

  • ঘড়জ খুরুস্কুল রাস্তার মাথা

  • মাঝেরঘাট, পেশকারপাড়া সুইচ গেইট

  • ম্যালেরিয়া অফিস রোড, বার্মিজ স্কুল রোড

  • কাজী অফিস রোড, সৈকত টাওয়ার এলাকা

  • বাজারঘাটা, বড় মসজিদ এলাকা, কামারপট্টি

  • চাউল বাজার রোড, আসিমং পেশকার পাড়া

  • পৌর সুপার মার্কেট, সিকদার পাড়া, বড়ুয়া পাড়া

  • বিজিবি ক্যাম্প এলাকা, চৌধুরী পাড়া

  • সাবমেরিন ক্যাবল অফিস সংলগ্ন এলাকা, আলির জাহালের রাস্তার উত্তর পাশ

  • এস এম পাড়া, গোদার পাড়া, বদর মোকাম

  • এন্ডারসন রোড, কৃষি অফিস রোড, বড়বাজার, সিনেমা রোড

  • নুর পাড়া, পুরাতন মাছ বাজার, ফুলবাগ সড়ক, পান বাজার রোড

  • লালদিঘীর পাড় মেইন রোডের উত্তর পাশ

পিডিবি সূত্রে জানানো হয়, ১১ কেভি বিভিন্ন ফিডারের আওতায় থাকা এসব এলাকায় রক্ষণাবেক্ষণের কাজে নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে বলে জানানো হয়েছে।

কক্সবাজার পিডিবি ভোক্তাদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।

বিদ্যুৎ সংযোগের সময়সূচি ও এলাকায় যেকোনো হালনাগাদ তথ্য জানতে স্থানীয় পিডিবি কার্যালয়ের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ ।

Powered by Blogger.