জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে হত্যা


সংবাদ ডেস্ক: 
গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে এক সাংবাদিককে কুপিয়ে ও জবাই করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাংবাদিকের নাম মো. আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামে হলেও তিনি পরিবার নিয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, ঘটনার কয়েক ঘণ্টা আগেই চান্দনা চৌরাস্তা এলাকার ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করেন তুহিন। এরপর তিনি একটি ভিডিও পোস্ট করে লেখেন:
‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।

সন্ধ্যায় চায়ের দোকানে বসে থাকার সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। উপস্থিত লোকজনের সামনেই ঘটে এই নির্মম ঘটনা।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান,

“খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।”

প্রকাশ্য দিবালোকে এক সাংবাদিককে এভাবে হত্যার ঘটনায় স্থানীয় জনমনে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। একই সঙ্গে সাংবাদিক সমাজে নেমে এসেছে শোকের ছায়া।

তুহিনের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো।

Powered by Blogger.