জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

১০ আগস্ট খসড়া, ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

নতুন ভোটার ৪৪ লাখ ৬৬ হাজার, আপত্তি–সংশোধনের সময় ২১ আগস্ট পর্যন্ত



সংবাদ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর আপত্তি ও সংশোধনের প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (৫ আগস্ট) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন ২০২৫ পর্যন্ত ভোটার ডাটাবেইজে থাকা নিবন্ধিত ভোটারদের মধ্যে যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৭ বা তার আগে, তাদের নাম খসড়া তালিকায় থাকবে। মৃত বা অযোগ্য ভোটারদের তালিকাও ওই দিন প্রকাশ করা হবে।

২১ আগস্ট পর্যন্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি, কর্তন, সংশোধন বা স্থানান্তরের জন্য আবেদন করা যাবে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ আগস্ট।

ইসি সূত্রে জানা গেছে, এবারের তালিকায় ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হচ্ছেন। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে. এম. আলী নেওয়াজ এবং সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তালিকা চূড়ান্ত করার পরই আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে কমিশন।

Powered by Blogger.