জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

ওমান ফেরত প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ গেল ৭ জনের


সংবাদ ডেস্ক: 
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস খালে পড়ে গিয়ে সাতজন নিহত হয়েছেন। আজ বুধবার (৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা সবাই লক্ষ্মীপুর জেলার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে এক ওমান ফেরত প্রবাসী ও তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খালে পড়ে যায়। গাড়িতে থাকা ১১ জনের মধ্যে চালকসহ ৪ জন বেঁচে গেলেও পেছনের সিটে থাকা ৭ জন ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের ঘুমঘুম ভাবের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

লাশগুলো চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Powered by Blogger.