মালয়েশিয়ায় ঢুকতে না পেরে ফেরত ২৬ বাংলাদেশি
আর্ন্তজাতিক সংবাদ: মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ২৬ বাংলাদেশি নাগরিক। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSES) তাদের মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেয়। মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে দুটি পৃথক ফ্লাইটে তারা দেশটিতে পৌঁছান।
একেপিএস জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং বিমানবন্দরের অপারেশন অফিসে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে উঠে আসে, তারা সঠিক ভ্রমণ ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন এবং তাদের মালয়েশিয়া আসার উদ্দেশ্যও সন্দেহজনক বলে মনে হয়।
পরবর্তীতে ২৬ জনকে পরবর্তী ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, এই পদক্ষেপ মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তাদের গোয়েন্দা ও নজরদারি ইউনিটগুলোর সমন্বিত কার্যক্রমের ফল।
সংস্থাটি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদারে কেএলআইএর মতো প্রধান প্রবেশপথগুলোতে কঠোর নজরদারি অব্যাহত থাকবে, যাতে উচ্চ ঝুঁকিপূর্ণ ও সন্দেহভাজন ব্যক্তিদের অনুপ্রবেশ রোধ করা যায়।
