গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: গ্রেফতার ৭ আসামির দুই দিনের রিমান্ড
সংবাদ ডেস্ক:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামির প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
গ্রেফতার আসামিরা হলেন—জামালপুরের মিজান ওরফে কেটু মিজান (৩৫) ও তার স্ত্রী গোলাপী (২৫), পাবনার মো. স্বাধীন (২৮) ও মো. ফয়সাল হাসান (২৩), খুলনার আল আমিন (২১), কুমিল্লার শাহজালাল (৩২) এবং শেরপুরের সুমন (২৬)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে বাদশা নামের এক ব্যক্তিকে গোলাপী ‘হানি ট্রাপ’-এ ফেলতে চেষ্টা করেন। ব্যর্থ হলে বাদশাকে হামলা করা হয়। ঘটনাটি সাংবাদিক তুহিন ভিডিও করায় আসামিরা তাকে ভিডিও ডিলিট করতে বলে। রাজি না হওয়ায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।
সিসিটিভি ফুটেজে ৮ জনকে শনাক্ত করে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে, একজন পলাতক রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
