জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

চট্টগ্রামে বান্ধবীর বিরুদ্ধে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১


সংবাদ ডেস্কঃ 
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকায় কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তারই ঘনিষ্ঠ বান্ধবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) রাতের অভিযানে অভিযুক্ত শারমিন আক্তার (২০) কে আটক করা হয়।

শারমিন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা হলেও পেশাগত কারণে চট্টগ্রাম নগরের একটি ভাড়া বাসায় থাকতেন। ভুক্তভোগী তরুণী বিবাহিত, তার স্বামী গ্রামে অবস্থান করছেন। দুজন একই বাসায় সহকর্মী হিসেবে বসবাস করছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, অভিযোগ অনুযায়ী দেড় মাস আগে শারমিন অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ ক্রয় করেন। পরে বেল্ট ব্যবহার করে ভুক্তভোগীকে প্রথমবার জোরপূর্বক ধর্ষণ করেন এবং মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।

এরপর ভিডিও ফাঁসের হুমকি দিয়ে প্রায় দেড় মাস ধরে ভুক্তভোগীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এতে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। সোমবার রাতে বাবাকে বিষয়টি জানালে তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে শারমিনকে গ্রেপ্তার করে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Powered by Blogger.