জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

নৌ ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


সংবাদ ডেস্ক: 
আজ রবিবার নৌ-বাহিনী সদর দপ্তরে ‘নৌ-বাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানের শুরুতে সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে ড. ইউনূস ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদ, সকল মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি শান্তিকালীন দুর্যোগ মোকাবিলা, আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

তিনি দেশের সমুদ্রসম্পদ রক্ষা, সুনীল অর্থনীতি বিকাশ, মহেশখালী উন্নয়ন প্রকল্প ও উপকূলীয় অঞ্চলের উন্নয়নে নৌ-বাহিনীর অবদান তুলে ধরেন এবং দক্ষ মানবসম্পদ গঠনের নির্দেশনা দেন। একইসঙ্গে, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও শিক্ষাক্ষেত্রে বাহিনীগুলোর অবদানকে গুরুত্ব দেন।

নির্বাচনী পর্ষদের মাধ্যমে পেশাদার, দেশপ্রেমিক, মানবিক ও দক্ষ নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বাহিনী প্রধানদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ উপস্থিত ছিলেন এবং প্রধান উপদেষ্টার দিক-নির্দেশনার প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা একটি বৃক্ষরোপণ করেন এবং বাহিনীর সমৃদ্ধি কামনা করেন।

Powered by Blogger.