রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে ঘুমধুম ট্রানজিট ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্র সচিব
টেকনাফ প্রতিনিধি: রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আজ কক্সবাজারের ঘুমধুমে অবস্থিত দুটি ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
৩১ জুলাই, দুপুর ১টা ৩৫ মিনিটে তিনি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর আওতাধীন ঘুমধুম বিওপি সংলগ্ন এশিয়া হাইওয়ের পাশে নির্মিত প্রথম ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন।
প্রতিনিধি দলটি সরেজমিনে ক্যাম্পের অবকাঠামো ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে তারা সীমান্ত সড়ক হয়ে ঘুমধুম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাহাড়পাড়া এলাকায় অবস্থিত নতুন আরেকটি ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন।
সরকার আশা করছে, এ দুটি ট্রানজিট ক্যাম্প রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পরিদর্শন শেষে প্রতিনিধি দল দুপুর ২টা ১০ মিনিটে টিভি টাওয়ার এলাকা হয়ে উখিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকায় সরকার এখন নতুন কৌশলে সক্রিয় হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
