টেকনাফে মাছ ধরার নৌকায় ইয়াবা পাচারের চেষ্টা: ২ লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে মাছ ধরার নৌকা ব্যবহার করে ইয়াবা পাচারের সময় ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করা হয়, যেটি মাদক পরিবহনে ব্যবহার করা হচ্ছিল। নৌকাটি আব্দুল গফুর নামে এক ব্যক্তির বলে জানা গেছে, যিনি অভিযানের সময় পালিয়ে যান। অভিযানে এক লাখ টাকার মাছ ধরার জালও জব্দ করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন—মো. ফরিদ আলম (৪০), মো. নুরুল আফছার (২১), মো. শওকত আলম (১৯) এবং মো. আকিল (১৮)। তারা সবাই টেকনাফের সাবরাং ইউনিয়নের বাসিন্দা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ইয়াবা পাচারে নৌকা ব্যবহারের ঘটনা এটি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনী।