“কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা” — আইন উপদেষ্টা আসিফ নজরুল
সংবাদ ডেস্ক: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “নির্বাচনের সময় জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।”
একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি। এবার অবশ্যই সবাই ভোট দিতে পারবেন। ভোটাধিকার নিশ্চিত করতে যা যা করা দরকার, আমরা তা করছি।”
২০০৮ সালের নির্বাচন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “২০০৮-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। অনেক ভয়াবহ তথ্য রয়েছে, যা তদন্ত করলে সাংবাদিকরা নিজেরাই পেতে পারেন।”
তিনি আরও বলেন, “নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। তবে আমি বলতে পারি, আমাদের সরকারের নিয়ত রয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা নির্বাচন উপহার দেওয়া। এটাই প্রধান উপদেষ্টার নির্দেশনা।”
