জরুরী নম্বর সমূহ

জরুরী নম্বর সমূহ

ব্রাহ্মণবাড়িয়ায় চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে খুন, গ্রেপ্তার ১


সংবাদ ডেস্ক: 
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় শাহীনূর আক্তার (২৫) নামের এক প্রবাসীর স্ত্রীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সুজন মিয়া নামের এক ব্যক্তি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই তথ্য জানিয়েছে।

পিবিআই জানায়, শাহীনূরের পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে আরও দুইজন জড়িত থাকলেও তারা পলাতক। সুজনসহ তিনজন গত ১৭ জুলাই ভুক্তভোগীর বাসায় গিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাকে খুন করে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান তারা।

এর আগে, ১৮ জুলাই পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাসা থেকে শাহীনূরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করে। পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং ৩০ জুলাই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

শাহীনূরের বাবা গিয়াস উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে বাঞ্ছারামপুর থানায় মামলা করেন।

পিবিআই আরও জানায়, গ্রেপ্তার সুজন মিয়া বাঞ্ছারামপুরের দড়ি এলাকার বাসিন্দা রফিক মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

Powered by Blogger.