কমনওয়েলথ স্কলারদের সম্মানে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা অনুষ্ঠান
সংবাদ ডেস্ক: ব্রিটিশ কাউন্সিল এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের যৌথ উদ্যোগে ২০২৫ সালের কমনওয়েলথ বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি প্রি-ডিপারচার ব্রিফিং ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে অনুষ্ঠিত হয়।
এ বছর ২৭ জন বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর অধ্যয়নের জন্য এই মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন করেছেন। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১৭ জন নারী, যা বাংলাদেশের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
শিক্ষার্থীদের নির্বাচিত বিষয়ের মধ্যে রয়েছে গ্লোবাল মেন্টাল হেলথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবাধিকার, পরিবেশগত অর্থনীতি এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “কমনওয়েলথ স্কলারদের সাফল্য উদযাপন করতে পেরে আমি আনন্দিত। তারা ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্বকে আরও দৃঢ় করতে ভূমিকা রাখবেন।” তিনি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণকে “নারী ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত” বলেও উল্লেখ করেন।
ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “কমনওয়েলথ স্কলারশিপ বাংলাদেশের শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে এবং তারা দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিএসিএসএফ সভাপতি বোরহান উদ্দিন খানও শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে পড়াশোনা ও সেখানে বসবাস নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করা হয়। স্কলারদের কমিউনিটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার গুরুত্বও তুলে ধরা হয়।
কমনওয়েলথ স্কলারশিপ কমিশন এ বছর তার ৬৫ বছরের মাইলফলক উদযাপন করছে। ১৯৬০ সাল থেকে এ পর্যন্ত ২,৬০০-র বেশি বাংলাদেশি শিক্ষার্থী এই বৃত্তি অর্জন করেছেন, যাদের অনেকে এখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন।
